ইসলামিক ইকমার্স "ইসলামিক আইটেম"এর শুভ উদ্বোধন!
সুন্নতি পণ্য সহজলভ্য করার উদ্দেশ্যে ইসলামিক আইটেম এর পথচলা।
28 September, 2021 by
ইসলামিক ইকমার্স "ইসলামিক আইটেম"এর শুভ উদ্বোধন!
Azizul Haq Rana
| 2 Comments

নিউজ সোর্সঃ ourislam24.com

রাজধানী ঢাকার গুলিস্তানে শোরুম উদ্বোধন করেছে দেশের একমাত্র ইসলামিক অনলাইন মার্কেটপ্লেস ‘ইসলামিক আইটেম’।

 সোমবার ( ২৭ শে সেপ্টেম্বর) বাদ আসর রাজধানী ঢাকার গুলিস্তানের ( ৪র্থ তলা- দক্ষিণ পাশে-দোকান নং১২৫/১২৬) এ শোরুম উদ্বোধন হয়।
বিগশপ ইসলামিক আইটেমের এ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থাপক ও আবৃত্তিশিল্পী শাহ ইফতেখার তারিক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের যুগ্ন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সিএসই, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, বর্তমানে অনেকেই ব্যবসাকে দ্বীনি খেদমত মনে করেন না, অথচ সাহাবায়ে কেরাম ও তাবেঈনরা ব্যবসা করেছেন। ব্যবসার মাধ্যমেও দ্বীনের খেদমত হয়, তাই এ কাজে আলেমদের এগিয়ে আসতে হবে, বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ শাহাদত হােসেন বলেন, ইসলামিক পণ্য পেতে আমাদের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে হয়। তার পরেও সহজেই পাওয়া যায় না, অনলাইন প্ল্যাটফর্ম-এর মাধ্যমে ইসলামিক পণ্যগুলো আমরা সহজেই মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এবং এর মাধ্যমে আলেমদের নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করি।
দোয়ার মাধ্যমে শোরুম উদ্বোধনী অনুষ্ঠন শেষ হয়।

এখানে উল্ল্যেখ যে Xsellence Bangladesh Ltd "ইসলামিক আইটেম" আইটেম এর শতভাগ আইটি সহযোগী। 



Odoo • Text and Image


ইসলামিক ইকমার্স "ইসলামিক আইটেম"এর শুভ উদ্বোধন!
Azizul Haq Rana
28 September, 2021
Share this post
Archive
Sign in to leave a comment